নিজস্ব প্রতিবেদক:
তারুণ্যের সমাবেশের নামে বিএনপি নেতারা নৈরাজ্যের মদদ দিচ্ছে অভিযোগ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যাদের হাতে জাতির পিতার ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না।
চট্টগ্রামের জামালখানে বিএনপির কর্মসূচির দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মণীষীদের দেয়ালচিত্র ভাঙচুর করা স্থান পরিদর্শন শেষে আজ রোববার (১৮ জুন) সকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি থেকে মণীষীদের ছবি ভাঙচুর করে তারা ক্ষমতায় এলে পুরো দেশটাকেই ভেঙে ফেলবে। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তি যাতে আর কোনদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে না পারে, সে ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।