দর্পণ ডেস্ক : আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ দল ইনজুরির কারণে আগেই তামিম-সাকিবকে হারিয়েছে। মুশফিক ইনজুনি নিয়ে খেলে যাচ্ছেন। টানা খেলার ধকলে আছেন টাইগাররা। মাশরাফি-মুস্তাফিজ এবং ইমরুল কায়েসরা মাংসপেশিতে টান অনুভব করেছেন। অন্যদিকে ভারত দল চনমনে। আফগানদের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মা-শেখর ধাওয়ান বিশ্রাম পেয়েছেন। বোলিং আক্রমণে বুমরাহ, ভুবনেশ্বরদের মিলেছে গরমে ম্যাচ খেলা থেকে ফুসরত।
ফাইনাল ম্যাচে ভারতের জন্য তা একটু বাড়তি সুবিধা হতে পারে। কিন্তু সেটাই ম্যাচ জয়ের কারণ হবে না নিশ্চয়। এছাড়া বাংলাদেশ দলও ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে মুখিয়ে আছে। ভারতও মাশরাফিদের ফাইনালে সমীহ করছেন। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের মতে, বাংলাদেশ নিজেদের ভালোই প্রমাণ দিয়েছে।
বাংলাদেশ এর আগে ভারতের বিপক্ষে চারটি নকআউট ম্যাচ খেলেছে। এর মধ্যে ২০১৬ এশিয়া কাপ এবং ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে হেরেছে বাংলাদেশ। মাশরাফিরা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। তবে পরিসংখ্যান তো চির সত্য না। তাতে বদল হতেই পারে।
বাংলাদেশ দল নিয়ে ভারতীয় ব্যাটসম্যান শেখর ধাওয়ান বলেন, কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। তারা এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলছে এবং টুর্নামেন্টে তার প্রমাণ ভালো মতোই দিয়েছে। বাংলাদেশ দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তারা দারুণ কৌশলী ক্রিকেট খেলে। চাপের মুখে কিভাবে খেলতে হয় জানে বাংলাদেশ। বড় দলের বিপক্ষে খেলতে এখন তারা খুব বেশি চাপ অনুভব করে না। তাদের মধ্যে কোন সংকটও নেই। সত্যি বলতে এটা ক্রিকেটের জন্য ভালো।