অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে আসন্ন চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় লুক রঞ্চি ও মিচেল ম্যাকক্লেনাঘান। বিশ্ব একাদশের খেলার কথা আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

গত বছরের সেপ্টেম্বরে ঘুর্নিঝড় হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দু’টি ক্রিকেট স্টেডিয়াম। ধ্বংসস্তুপে পরিণত হওয়া স্টেডিয়াম দু’টি সংস্কারের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ-বিশ্ব একাদশের মধ্যকার চ্যারিটি ম্যাচের আয়োজনের সিদ্বান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি, মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাকিব-তামিমের বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন ইংল্যান্ডের ওয়ানডে দলের দায়িত্ব পালন করা ইয়োইন মরগান। ওই দলে আরও আছেন- ভারতের দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, শ্রীলঙ্কা থিসারা পেরেরা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের শহিদ আফ্রিদি-শোয়েব মালিক।