সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে দুর্বারচর এলাকায় জেলে বহরে গনডাকাতির ঘটনা ঘটে।এসময় দুটি ট্রলারসহ ২০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরন করেছে জলদস্যু ছোট ভাই বাহিনী।
শনিবার (২৮ জুলাই) ভোর রাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ডাকাতি সংগঠিত করে ওই বাহিনী।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন,শনিবার ভোর রাতের দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে ছিল।এমন সময় অস্ত্রধারী জলদস্যু বাহিনী জেলে বহরে হামলা চালিয়ে অন্তত ৩০টি ট্রলারে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়ে যায়।এসময় ওই ট্রলার থেকে এফবি মা-জননীর মাঝি খোকন,নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ অন্তত ২০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরন করে নিয়ে যায়।ফিরে আসা জেলেরা জানিয়েছেন ওই জলদস্যু ছোটভাই বাহিনী বলে পরিচয় দেয়।তবে মুক্তি পনের পরিমান বলেনি ওই দস্যু বাহিনী।
ট্রলার মালিক আবুল ফরাজী বলেন,গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ থাকায় ঝড়ের কবলে পরে অনেক ট্রলার ডুবে যায় এবং অনেক জেলে এখন পর্যন্ত নিখোজ রয়েছে।এর মধ্যে মরার উপর খাড়ারগা হয়ে দাড়িয়েছে জলদস্যুরা। সাগরে মাছ না থাকায় জেলেদের হাতে কোন টাকা পয়সা নাই।এ অবস্থায় কিভাবে মুক্তিপন দিয়ে জেলেদের উদ্ধার করবে এ চিন্তায় ব্যাকুল।
এ ব্যাপরে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন,এখন পর্যন্ত আমাদের কাছে খবর আসেনি।তবে ঘটনাস্থল পশ্চিম জোনের অওতায়।