উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার হয়।
আটক মোহাম্মদ বুদু হোসেন (৩৫) কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল এলাকার আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়েনের সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুরের নেতৃত্বে কাকডাঙ্গা বিওপির নায়েক শওকত, রাকিবসহ ২০-২৫ জনের একটি বিজিবি দল বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বুদুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে বাড়িটি থেকে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় তাকে আটক করা হয়।