দর্পণ ডেস্ক :
যেমনটা ভাবা হয়েছিল, প্রায় এশিয়ান গেমসে খেলা একাদশটাই নামালেন জেমি ডে। সাফের প্রথম ম্যাচেই জেমি ডে প্রমাণ করলেন দম আর লড়াইয়ের মানসিকতাটাই আসল। অভিজ্ঞতার ঘাটতি তা দিয়েই পুরিয়ে নেয়া যায়।
ভুটানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল প্রতিশোধেরও। ২০১৬ সালে থিম্পুতে এএফসি এশিয়ান কাপ প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হারে লাল-সবুজের দল। এরপর বাংলাদেশকে পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের জন্য ১৮ মাস অপেক্ষা করতে হয়েছে।
ঘরের মাঠে সাফ গেমসের গ্রুপ পর্বেই তাই হিসেব চুকিয়ে দেয়ার সুযোগ ছিল তপু-জামাল ভূঁইয়াদের সামনে। শোধটা ভালোই নিয়েছেন তারা। ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। দিয়েছেন বাংলাদেশ ফুটবলের নবযাত্রার বার্তা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় চেনচো গিয়েলেটশেনের দলের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ দল। প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় সাফ ফুটবল। ম্যাচের আগে বাংলাদেশের কোচ জেমি ডে অতীত তিক্ততা ভুলে নতুন শুরুর কথা বলেন। তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা (১৮৩) ভুটানের বিপক্ষে কাজটা বাংলাদেশের (১৯৪) জন্য সহজ ছিল না। ম্যাচে অবশ্য র্যাংকিংকে পাত্তা দেয়নি তপু-ওয়ালি ফয়সালরা।
র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও এশিয়ান গেমসের পারফরমেন্সে উজ্জীবিত ছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো এশিয়াডের নকআউট পর্বে ওঠার আত্মবিশ্বাস প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের শুরুতেই এগিয়ে যান জামাল ভূঁইয়ারা। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল করে ২-০ গোলের লিড নেয় টাইগার ফুটবলাররা।
এছাড়া লাল-সবুজের প্রতিনিধিরা মাঠে দলের কৌশল মোটামুটি ভালোই প্রয়োগ করেছে। গোল পায়নি দুটির বেশি। তবে পাল্টা আক্রমণে পুরো ম্যাচে বেশ কয়েকবার ভয় ধরিয়েছে ভুটানের রক্ষণে। এশিয়ান গেমসে পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল বাংলাদেশ। সাফেও সেই কৌশলে আস্থা রাখার কথা জানান কোচ। তার প্রতিফলন ম্যাচে বেশ টের পাওয়া গেছে।
ম্যাচের তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি তপু বর্মন। পেনাল্টি ছাড়াও বাংলাদেশ ঘরের মাঠের দর্শকদের সামনে প্রথমার্ধে ভালো ফুটবল খেলে। বেশ গতির সঙ্গে বেশ কয়েকবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ে সুফিল-সাদ উদ্দিনরা। তবে প্রথমার্ধে গোলবঞ্চিত হলেও দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে সুফিলকে আর আটকাতে পারেনি ভুটান। প্রতিপক্ষের বক্সের কোনা থেকে নেয়া তার ভলি ঠেকাতে পারেননি ভুটান গোলরক্ষক। ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.