আলিম সোহেল, সাভার প্রতিনিধি : পূর্বের তথ্যসুত্রের ধারাবাহিকতায় দর্পন প্রতিদিনে খবর প্রকাশের পর সাভার হেমায়েতপুরের ইসলাম বেকারি থেকে ব্যবস্থাপক পরিচয়ে যোগাযোগ করেন দর্পন প্রতিদিনের সাভার প্রতিনিধির সংগে।
পুরো কথোপকথনটিই রেকর্ড করা হয়।কথোপকথন এর একপর্যায় কাপড় না থাকা এবং আলোর স্বল্পতার কথা তিনি স্বীকার করে নেন এবং কিছুদিন আগে ভ্রাম্মমান আদালতের অভিযানে জরিমানার কথাও তিনি স্বীকার করে নেন ।
তাদের স্বীকারোক্তিতে সাধারন মানুষের সাস্থ্যগত সমস্যার হয়ত কোন সমাধান হবে না কিন্তু তাদের একটু সতর্কতাই মানুষকে উন্নত খাবারের নিশ্চয়তা দেবে।
সাভার-হেমায়েতপুর বাসি আশা করেন ইসলাম বেকারির মত সকল বেকারিগুলোই খাদ্য উৎপাদনে আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে অন্যথায় তাদের স্বীকারোক্তিই তাদের আইনের আওতায় আনার সহায়ক হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.