আলিম সোহেল, সাভার প্রতিনিধি: যত্র তত্র ডায়াগনষ্টিক সেন্টার আর হাসপাতাল এবং অবৈধ ফার্মেসির নকল ঔষধের ত্রিমুখী তান্ডবে দিশেহারা সাভারবাসি।বড় বড় ডায়াগনষ্টিক সেন্টারগুলোর গলাকাটা মুল্য কারসাজি আর ডাক্তারদের প্রচন্ড পেশাদারিত্বের চাপে চিকিৎসার মহান তাৎপর্য এখানে নিরবে কাঁদছে।
অর্ধ শিক্ষিত পোশাকশ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের সংখ্যাই সাভার হেমায়েতপুরে বেশি তাই তাদের সাথে যা খুশি তাই করা যায়।ক্ষেত্র বিশেষে সাধারন কোন রোগের ক্ষেত্রেও ১৫-২০রকমের টেষ্ট দিয়ে দেন ডাক্তাররা।
এ সুযোগেই এখানে গড়ে উঠেছে নাম সর্বস্ব কিছু ডায়াগনষ্টিক সেন্টার।বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভুল রিপোর্টের দৌড়াত্বে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে আবার একগাদা ঔষধ প্রেসক্রাইব করায় অবৈধ ফার্মেসির নকল ঔষধের ব্যবসাও এখানে জমজমাট।
অনুসন্ধানে জানা যায়,সাভার হেমায়েতপুরের প্রায় ২৮৮টি ফার্মেসির মধ্যে মাত্র ১৫-২০টির ড্রাগ লাইসেন্স রয়েছে বাকি সবগুলোই অবৈধ।এ ব্যপারে ঔষধ প্রশাসন অধিদপ্তরে যোগাযোগ করলে তারা দায়সারা গোছের জবাব দেয়।স্বভাবতই জনমনে প্রশ্ন জেগেছে সর্ষেতেই ভূত নেই তো!এলাকাবাসির অভিমত দ্রুতই এই চিকিৎসা ব্যবসায়িদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা উচিত।