দর্পণ ডেস্ক : অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী ক্যারিয়ারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও ও আন্তাভা’ দিয়ে। শোনা যায়, ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। এরপর থেকেই নাকি নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’র সিনেমায় কাজের প্রস্তাব এসেছিল সামান্থার কাছে কিন্তু চাহিদামতো পারিশ্রমিক না মেলায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি।
নির্মাতা কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুক। তবে গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই সিনেমাটি বাতিল করেছেন সামান্থা।
এদিকে সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি রুপির প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে কাজটি করবেন না তিনি।
সেই সঙ্গে আরো জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না- পারিশ্রমিক মনমতো না হওয়ায় সামান্থা অনেক সিনেমার চুক্তিতেই যেতে চাইছেন না ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.