দর্পণ ডেস্ক :
এ চমৎপ্রদ ঘটনার জন্ম সালমান খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’ এর মঞ্চে। কিন্তু শাহরুখ খানের ফ্যান ক্লাবের তরফে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে শাহরুখ, সালমান খান এবং রানি মুখার্জিকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, তাদের সঙ্গে দেখা যায় অমিতাভ বচ্চনকেও। যদিও সেটা ডামি রূপে।
জিনিউজ জানায়, সম্প্রতি ‘দশ কা দামের’ মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ, সালমান খান এবং রানি মুখার্জি। ওই অনুষ্ঠানে দুই খানকে দেখে রানি ‘মেরে করণ, অর্জুন আ গ্যায়ে’ বলে গলা ফাটান।
শাহরুখ, সালমানের মধ্যে কে আগে শিশুদের ন্যাপি পাল্টাতে পারে, শুরু হয় সেই প্রতিযোগিতাও। সেখানে সালমান অনেকটাই এগিয়ে যান শাহরুখের তুলনায়। যা দেখে রানি বলেন, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চে প্যায়দা করলো’ এর অর্থ হল বিয়ে করার দরকার নেই। এবার সন্তান জন্ম দাও’। রানির এহেন রসিকতা শুনে হেসে ফেলেন শাহরুখ খানও।
মেয়েদের কীভাবে বাগে আনতে হয় এ ব্যপারে টিপস দিতে দেখা যায় কিং খানকে। এর জবাবে সালমান বলেন, তিনি তো সব সময় মেয়েদের সঙ্গে ভালভাবেই কথা বলেন।