সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের উদ্যোগে রোববার ‘বাংলাদেশ দূতাবাস হল রুমে’ পিঠা উৎসব ও কবিতা আসরের আয়োজন করা হয়।
বিদেশি অতিথি, কূটনৈতিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্য, স্থানীয় শিল্পী, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে প্রায় ২০ ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।
দূতাবাস পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের কবিতা পাঠ ও গান পরিবেশনায় বর্ণিল এক সঙ্গীত সন্ধ্যায় রূপ নেয়। বিশেষ করে রাষ্ট্রদূতের প্রাণখোলা কবিতা আবৃত্তি সকলে উপভোগ করেন।
বিদেশের মাটিতে হরেকরকম দেশীয় পিঠা উপভোগ করার পাশাপাশি অতিথিরা বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন প্রাণখুলে। সংবাদ বিজ্ঞপ্তি