সেন্সর বোর্ডে আটকে আছে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি। এই সিনেমার কয়েকটি দৃশ্য ও একটি গানের কথা নিয়ে জোর আপত্তি জানিয়েছে সেন্সরবোর্ড। গানের কথাগুলো অশ্লীল বলে অভিযোগ তুলেছেন তারা। এগুলো পরিবর্তন করার জন্য পরিচালককে জানিয়েছে সেন্সরবোর্ড।
‘দোকান খুইলা বইসা আছি কাস্টমার নাই’ শীর্ষক একটি গান ও নিষ্ঠুরতা দেখানো হয়েছে এমন একাধিক দৃশ্যে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।
‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় অভিনয় করেছেন অধরা, আসিফ নূর, সুমিত, সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। নৃত্য পরিচালনা করেছেন কালু ও নুহরাজ।
বিডি প্রতিদিন/ফারজানা