উদ্ধারকৃত মদ ও গ্রেফতারের একাংশ

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্‌) অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর সূত্রাপুর থানার ২৪ আর, এম, দাস রোডের পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী দেশি মদ ক্রয়-বিক্রয় করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো- আব্দুর রব জুয়েল (৪৬), ইকবাল করিম (৪২), গৌর শংকর চন্দ্র দাশ (৩৫),  ইউসুফ (৫২), মিঠুন বড়ুয়া (২৮), বাবু ব্যাপারী (৪৭), দুলাল জমাদ্দার (২৭), মাহাবুব হাওলাদার (২২),  জাহাঙ্গীর আলম (৫২)। 

র‌্যাব আরো জানায়, আসামিদের কাছ থেকে ১২৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। আসামিরা র্দীঘদিন ধরে মদ সেবন, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।