দর্পণ অনলাইন ডেস্ক
সুদানের উত্তরাঞ্চলে নীল নদে নৌকাডুবিতে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ২৪ শিশু নিহত হয়েছে। বুধবার ৪০ যাত্রীসহ যাত্রার কিছুক্ষণ পরে নীল নদের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো ১৬ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। আল-জাজিরা।
সুদানের রাজধানী খার্তুম থেকে ৭৫০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নৌকার বেশিরভাগ যাত্রীই ছিল শিশু। তারা সবাই নৌকায় করে স্কুলে যাচ্ছিল। নৌকাটি স্রোতের বিপরীতে চলার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তীব্র স্রোত ও ভারী বর্ষণে নৌকার ইঞ্জিন বন্ধ হওয়ায় নৌকাটি ডুবতে শুরু করে। নিহত শিক্ষার্থীদের বেশিরভাগই মেয়ে। একই পরিবারের ৫ মেয়ে এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। উদ্ধারকর্মীরা নদী থেকে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এখনো নিখোঁজ ১৬ জনকে খুঁজতে তল্লাশি চলছে।
এ অঞ্চলে শিক্ষার্থীরা সাধারণত হেঁটেই স্কুলে যাওয়া-আসা করে। কিন্তু সমপ্রতি সৃষ্ট বন্যার কারণে হেঁটে যাওয়া আর সম্ভব ছিল না। তাই তারা নৌকা ব্যবহার করে আসা-যাওয়া করছিল। ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে উত্তর দারফুর ও উত্তর কোরদোফান প্রদেশের শত শত বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে।গত সপ্তাহে রাজধানী খার্তুমসহ সমগ্র সুদানে ভারী বর্ষণে নিহত হয়েছে কমপক্ষে ৪০ জন। বুধবার দেশটির কর্তৃপক্ষ দুর্যোগ কবলিত এলাকাগুলোতে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.