দর্পণ ডেস্ক : সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন ভোটারদের।

শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে ওই প্রতিশ্রুতি ব্যক্ত করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী।

তাহিরপুর উপজেলা সুজনের নেতাদের আয়োজনে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ অফিসসংলগ্ন চত্বরে অনুষ্ঠানে সুজন সিলেট বিভাগীয় সমন্বয়কারী আবদুল হালিমে সঞ্চালনায় সুনামগঞ্জ-১ আসনে নির্বাচনে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিন প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্দ্বী তিন সংসদ সদস্য প্রার্থী জনগণের নানা প্রশ্নোক্তর পর্বের মুখোমুখি হন।

আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ঐক্যফ্রন্ট (ধানের শীষ) মনোনীত প্রার্থী সাবেক এমপি নজির হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী মুফতি মাওলানা মো. ফখর উদ্দিন এ অনুষ্ঠানে উপস্থিত জনগণকে নানা প্রশ্নের জবাবসহ নির্বাচিত হলে নির্বাচনী এলাকার উন্নয়নে নানামুখী প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাদের স্ব-স্ব উন্নয়ন পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন।

আয়োজক সংগঠন অনুষ্ঠানের শেষ পর্বে তিন প্রার্থীকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একই মঞ্চে দাঁড়িয়ে পরস্পরের হাত ধরে অঙ্গীকার করানো হয়।

তাহিরপুর উপজেলা সুজনের সভাপতি সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, তাহিরপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসাইন শরিফ বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে মুসলিম লীগ প্রার্থী (হারিকেন) সাবেক এমপি বদরুদ্দোজা সুজা ও জাকের পার্টির (গোলাপ ফুল) প্রার্থী আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন না।