অনলাইন ডেস্ক : বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় দুইঅভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর। এবার একসঙ্গে জুটিবদ্ধ বাঁধছেন তারা।
নিতেশ তিওয়ারি পরিচালিত পরবর্তী সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
জানা যায়, সঞ্জয় পুরান সিং চৌহানের চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্ত-শ্রদ্ধাকে। সিনেমাটিতে একজন নভোচারীর চরিত্রে সুশান্ত অভিনয় করবেন বলে জানা যায়। তবে আপাতত সিনেমাটির কাজ বন্ধ রয়েছে।
সুশান্ত সিং রাজপুত অভিনীত পরবর্তী সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। ২০১৪ সালে একই নামে মুক্তিপ্রাপ্ত আমেরিকান রোমান্টিক-ট্র্যাজেডি সিনেমার রিমেক এটি। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন সানজানা সাংহাই। এটি পরিচালনা করছেন মুকেশ ছাবরা।
অন্যদিকে সাহো সিনেমার শুটিং করছেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রভাস। বর্তমানে আরব আমিরাতে ছবিটির শুটিং চলছে।