দর্পণ ডেস্ক :
সেলিনা জেটলি বলিউডের ইতিহাসের অন্যতম সাহসি নায়িকা । ক্যারিয়ারের শুরু থেে যৌন দৃশ্যে কাজ করতেও দ্বিধাবোধ করেননি। প্রায় প্রতিটি ছবিতেই আবেদনময়ী রুপ তুলে ধরেছেন তিনি। তৈরি করেছেন নিজের একটি সেক্সসিম্বল ইমেজ।
এক সাক্ষাৎকাওে তার কাছে জানতে চাওয়া হয়, আপনি অভিনয়ের চাইতে শরীর প্রদর্শনেই বেশি মনযোগী ছিলেন? আপনার কি মনে হয় যে সেটি ভুল ছিলো?
উত্তরে সেলিনা জেটলি বলেন, সবাই কিন্তু এক রকম হবে না।একেক জনের ইমেজ একেক রকম হবে। আমাকে যখন প্রথম কয়েকটি ছবিতে খোলামেলা রুপেই দর্শক গ্রহণ করলো তখন পরিচালকরাও আমাকে এভাবেই তুলে ধরলো। আমি যথেষ্ট ফিট ছিলাম। তাই শরীর দেখাতে আমার আপত্তি ছিল না। আর আমি ভুলও করিনি। দর্শক আমাকে যেভাবে নিবে সেভাবেই আসলে আমাকে কাজ করতে হবে। সুপারহট ইমেজটা নিয়েই আমি দর্শকদের মাঝে সারাজীবন থাকবো।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.