সেমিফাইনাল না খেলেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের নারী ক্রিকেট দল। বৃষ্টিতে সিডনিতে সেমিফাইনালের একটি বলও মাঠে না গড়ালেও প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারতীয় নারী ক্রিকেট দল।
সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে-নেই। আইসিসির নিয়ম অনুয়ায়ী, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তারাই জয়ী হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং শ্রীলংকাকে হারায় তারা। গ্রুপের চারটি ম্যাচই জিতেছিল তারা। তাই বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় ফাইনালে চলে গেল ভারত দল। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের
মঙ্গলবার থেকে সিডনিতে বৃষ্টি। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। বৃহস্পতিবারও সকাল থেকেই হয় বৃষ্টি। সিডনির স্থানীয় সময় দুপুরে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টস তো দূরের কথা বৃষ্টি না থামায় মাঠই প্রস্তুত করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা যায়নি সিডনিতে। আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।