সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন : মোদিকে রাহুল

সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় টুইট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এনিয়ে মোদিকে এক হাত নিলেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল টুইট করে জানান, ‘সোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন।’ জানা গেছে, বিজেপির একটা বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। কিন্তু আচমকা সব ফলোয়ারদের চমকে দিয়ে সোমবার মোদি জানান, ‘এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি।’

বিডি-প্রতিদিন/শফিক