ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দ ওই ভিডিও শেয়ার করে টুইটে বলেন, কালো পিঁপড়ার দলকে সোনার মতো দেখতে একটি চেইন পাথুরে পথে বয়ে নিয়ে যেতে দেখা গেছে। শেয়ার করা ওই ভিডিওতে ছোট্ট একটি ক্যাপশন জুড়ে দেন নন্দ। তিনি লেখেন ‘খুদে সোনা পাচারকারীরা! প্রশ্ন হলো কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে?’ তবে ভিডিওটি পুরোনো। গত বছর ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওটি দেখে মনে হয়েছে, চলাফেরার সময় দেয়ালের ফাটল থেকে পিঁপড়ার দল সোনার চেইনটি সরিয়ে নিয়ে গেছে। বিস্ময়কর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

আরো পড়ুন>> 

পিঁপড়াদের ওই ভিডিওটি ১ লাখ ৪৩ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। মজার মজার মন্তব্যও এসেছে ভিডিওর নিচে। একজন মন্তব্য করেছেন, ‘প্রথমে জানা দরকার পিঁপড়াগুলো ছেলে না মেয়ে। যদি মেয়ে হয়, তাহলে তাদের সোনার চেইন নিয়ে উন্নতমানের জীবনযাপনের অধিকার আছে। আর যদি পুরুষ হয়, তাহলে আমাদের মামলা করার দরকার নেই। রাজ্য পুলিশই ঘটনাস্থলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সূত্র: ইন্ডিয়া ডটকম