দর্পণ অনলাইন ডেস্ক
সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টায় এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে করে তায়েফে যাওয়ার সময় এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি নাগরিক মশিউর রহমান সেলিমের পরিবার। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
এ ঘটনায় মশিউর রহমান সেলিম (৪৭) ও তার তিন মেয়ে সায়মা, সিনথিয়া ও সাবিহা মারা গেছে। গুরুতর আহতাবস্থায় মশিউরের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে কিং আব্দুল আজিজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের আইসিইউ’তে রাখা হয়েছে।
নিহত মশিউর রহমান চট্টগ্রাম জেলার সন্দীপ থানার সাঈদভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে বলে জানা গেছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.