অনলাইন ডেস্ক :
মডেল ও ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সেমন্তী সৌমি এ প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন । ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান। ছবিটি প্রসঙ্গে সৌমি মানবজমিনকে বলেন, এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। এতে তাসকিন ভাইয়ের বিপরীতে অভিনয় করে বেশ ভালো লাগছে। এরই মধ্যে ছবির একটি গানের শুটিং হয়েছে।
আগামী ১লা জুলাই থেকে ছবিটির টানা শুটিং হবে। বড় পর্দায় শুরুতেই এমন বড় বাজেটের একটি ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে আমার। এটি সত্যিই অনেক ভালো লাগার। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। জানা গেছে, ‘বয়ফ্রেন্ড’ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নিরঞ্জন বিশ্বাস ও কলকাতার নেহাল দত্ত। এ ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা আমান রেজা। জানা যায়, ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীর বিষয়ে শিগগিরই মহরতের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সৌমি। এরপর বেশকিছু টিভি নাটকে অভিনয় করেন তিনি। তবে বর্তমানে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান এ পর্দাকন্যা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.