সৌম্য-পূজা

বিয়ের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে কয়েকজন অতিথির মোবাইল চুরি হয়

জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌম্যের স্বজন শিল্পপতি দ্বীনবন্ধু মিত্র বাদী হয়ে দু’জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলাটি করেন। চুরির ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের আচরণ নিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেছিলেন বর ও কনেপক্ষের অতিথিরা।

এদিকে, ওই বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন চুরি ও পরবর্তী অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বর ও কনেপক্ষের অতিথিদের দায়ী করে পাল্টা অভিযোগ করেছে খুলনা ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবারই ক্লাবের হিসাব রক্ষক বাবুল কুমার দাস খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন – সৌম্যের বিয়েতে চুরি করতে ঢাকা থেকে গিয়েছিল চোরের দল!

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, মোবাইল ফোন চুরির ঘটনায় মো. সেলিম (৩০) ও মো. রাসেল (২৭) নামে দুই চোরকে আটক করা হয়েছে। চুরি যাওয়া মোবাইল সেটগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ওইদিনের ঘটনায় খুলনা ক্লাব থেকে পাল্টা একটি অভিযোগ করা হয়েছে।

খুলনা ক্লাব লিমিটেডের অভিযোগে উল্লেখ করা হয়, “বুধবার রাত সোয়া ৯টায় বিয়ের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে কয়েকজন অতিথির মোবাইল চুরি হয়। এ ঘটনায় দু’জন চোরকে ধরা হয়। কিন্তু উত্তেজিত অতিথিদের মধ্যে কতিপয় ব্যক্তি চোরদের বেধড়ক মারধর শুরু করেন। এতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।”

“এসময় ক্লাবের নিরাপত্তারক্ষীদের সহায়তায় ক্লাব কর্তৃপক্ষ চোরদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয়। কিন্তু অতিথিরা চোরদের ছিনিয়ে নেয় এবং অভ্যর্থনাকক্ষের সামনে থাকা সাইকেল, মোটরসাইকেল ও ফুলের টব ভাংচুরসহ ক্লাব কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে ধস্তাধস্তির মত অপ্রীতিকর ঘটনা ঘটায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজসহ চোরদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।”

আরও পড়ুন – অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন পূজা-সৌম্য

খুলনা থানার সেকেন্ড অফিসার এসআই টিপু সুলতান বলেন, মোবাইল চুরির ঘটনায় বরযাত্রী শিল্পপতি দ্বীনবন্ধু মিত্র বাদি হয়ে আটক ২জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে খুলনা ক্লাবে বরযাত্রীর সংখ্যা ছিল প্রায় ৫০০। অনুষ্ঠানে ভিড়ের মধ্যে ৩টি মোবাইল ফোন চুরি হয়। রাত ১০টার দিকে মালা বদলের আগে আরও ৪টি মোবাইল ফোন চুরি হয়। সৌম্যর বাবা ও বন্ধু অলিসহ বর যাত্রীদের মোট ৭টি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনায় হট্টগোল শুরু হলে মালাবদল বন্ধ হয়ে যায়। পরে দুই চোরকে ধরে গণপিটুনি দেওয়া হয়।