বাংলাদেশে জীবনঘাতি এই ভাইরাস ছড়িয়ে পড়বে না বলে আশা প্রকাশ করেছেন আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। তবে, দেশে জীবনঘাতি এই ভাইরাস ছড়িয়ে পড়বে না বলে আশা প্রকাশ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রবিবার (৮ মার্চ) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “এখনও স্কুল কলেজ বন্ধ করে দেয়ার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। আমরা আশঙ্কা করি না যে, এটা দ্রুত ছড়িয়ে পড়বে। কারণ আমরা ব্যবস্থা নিয়েছি, রোগীকে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করে ফেলার। বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি।”
এর আগে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সেব্রিনা বলেন, “গত ২৪ ঘণ্টায় পাঁচটি নমুনা সংগ্রহ করেছি। এতদিন আমরা যা বলেছি আজকে আর তা বলতে পারছি না। আমাদের সার্ভেইলেন্স পদ্ধতির মাধ্যমে তিনজন রোগীকে শনাক্ত করেছি। তিনজন রোগীর মধ্যে দু’জন ইতালি থেকে ভ্রমণ করে এসেছেন। এদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য।”
“তিনজন রোগীর অবস্থা স্থিতিশীল তাদের মধ্যে একজনের মৃদু উপসর্গ ছিল, অল্প জ্বর ছিল। একজনের কাশি ছিল এবং একজনের জ্বর এবং কাশি দুটিই ছিল। তিনজন রোগীই চিকিৎসাধীন। তারা আমাদের আইসোলেশনে থাকবেন। এই তিনজন ছাড়াও আরো দু’জনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে”, যোগ করেন তিনি।
এর আগে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রকোপ প্রথম দেখা দেয়। পরে চীনের অন্যান্য প্রদেশ ও বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।