দর্পণ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী এবং প্রভাবশালী এক চাচি প্রকাশ্য কর্মসূচিতে যোগ দিয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের এক শিল্প প্রদর্শনীতে কিম জং উনের সঙ্গে যোগ দেন তার স্ত্রী ও চাচী। চন্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে ওই প্রদর্শনী আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে কিমের স্ত্রী রি সোল জু এবং তার চাচি কিম কিয়োং হুই শিল্প প্রদর্শনীতে যোগ দেন। কিমের স্ত্রী রি সোল জুকে সর্বশেষ প্রকাশ্যে দেখা যায় গত বছরের ৯ সেপ্টেম্বর। দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সে সময় তিনি স্বামীর সঙ্গে কিমের প্রয়াত দাদা এবং বাবার মমি করা মরদেহ পরিদর্শন করতে যান।
বুধবার প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে, রি সোল জু লাল ও কালো রংয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে স্বামীর সঙ্গে কথা বলছেন, হাসছেন। পরে এই যুগল মঞ্চে উঠে শিল্পীদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন। এছাড়া ওই ফুটেজে কিম জং উনের চাচি এবং ক্ষমতাসীন দলের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিম কিয়োং হুইকে ২০২০ সালের জানুয়ারির পর প্রথম প্রকাশ্যে দেখা যায়। কিম জং উন ক্ষমতায় বসার প্রথম বছরগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন কিম কিয়োং হুই। পরে ২০১৩ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিম জং উন তার স্বামী জ্যাং সোং থায়েককে মৃত্যুদণ্ডের আদেশ দিলে সংবাদমাধ্যম থেকে অদৃশ্য হয়ে পড়েন কিম কিয়োং হুই। ছয় বছর পর অবশ্য ফের জ্যাং সোং থায়েককে প্রকাশ্যে দেখা যায়।
২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, অসুস্থতার কারণে রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরে চিকিৎসা নিয়েছেন কিম কিয়োং হুই।