প্রিয়াংকা

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙমাখা ছবি পোস্ট করেন প্রিয়াংকা সেই পোস্টের কমেন্ট বক্সেই আসতে থাকে নানা কটূমন্তব্য 

নিকের সঙ্গে বয়সের ফারাক নিয়ে আবারও কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। “স্ত্রী নয়, নিকের মা মনে হচ্ছে তাকে’ —সোশাল মিডিয়ায় এইসব কুৎসিত মন্তব্য ভেসে উঠেছে প্রিয়াংকার উদ্দেশে। হোলি উপলক্ষ্যে স্বামী নিককে নিয়ে পুনেতে গিয়েছেন প্রিয়াংকা। নিকের প্রথম হোলি। তাই একটু অন্যরকমভাবেই দিন কাটানোর প্ল্যান ছিল তার। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙমাখা ছবি পোস্ট করে প্রিয়াংকা ক্যাপশনে লেখেন, “জীবনের বেশ কিছুটা সময় রঙিন হয়েই কাটছে আমাদের। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা।”

সেই পোস্টের কমেন্ট বক্সেই আসতে থাকে নানা কটূমন্তব্য। প্রিয়াংকা নিকের থেকে বয়সে যে ১০ বছরের বড় তা নিয়ে বিদ্রুপ করতে শুরু করে একাংশ। যদিও নিক-প্রিয়াংকার হয়েও মুখ খোলেন কেউ কেউ। 

একজন লিখেছেন, “একজন স্বামী যদি স্ত্রীর থেকে বছর দশেকের বড় হয় তখন আপনাদের এই নীতি পুলিশগিরি কোথায় থাকে? স্ত্রী যদি বড় হয় তখনই বিশাল সমস্যা হয়ে যায় আপনাদের?”

বয়সের ফারাক নিয়ে খারাপ মন্তব্য নিক-প্রিয়াংকার জীবনে নতুন নয়। বিয়ের পর থেকেই নানাভাবে সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে তাদের। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার সঙ্গে “এজ গ্যাপ” নিয়ে মুখ খুলেছিলেন নিক। তিনি বলেছিলেন, “ইটস কুল”। বিভিন্ন সাক্ষাৎকারেও প্রিয়াংকা বলে এসেছেন, “মানুষের এই স্বভাব দ্বিচারিতা ছাড়া কিছুই নয়।”

We have already been living in color over the past few days. Literally. Nick’s first Holi was made so special being home. May everyone celebrating have a very happy and safe Holi.

A post shared by  Priyanka Chopra Jonas (@priyankachopra) on Mar 10, 2020 at 12:25am PDT