দর্পণ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান তারা। প্রায় এক ঘণ্টা পর তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।
কারাগারে দেখা করতে যাওয়া ছয় স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম এবং ভাগ্নে ডা. মামুন আহমেদ।
এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয় রায় ঘোষণার পর পরই ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.