অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সোহানা সাবা। রবিউল আলম রবির পরিচালনায় ছবিটির নাম ‘মিথ্যাবাদ’।
এ ছবিতে শ্যামল একজন ড্রাইভার এবং সোহানা সাবা অভিনয় করেছেন অতিথি চরিত্রে। এতে অভিনয় প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘অসাধারণ একটি গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। রবি নির্মাতা হিসেবে এরই মধ্যে তার মেধার পরিচয় দিয়েছেন। আশা করছি এটি দর্শকের মনকে নাড়া দেবে।’
এদিকে সোহানা সাবা ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরই মধ্যে তিনি কক্সবাজার থেকে জয়ের নির্দেশনায় ‘পাপ কাহিনী’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন এতে আরও অভিনয় করছেন ইমন, তমা মির্জা।
ঈদের পর সোহানা সাবা আবারও চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠবেন। এদিকে আগামী ঈদে শ্যামল মাওলাকে দেখা যাবে সালাহ উদ্দিন লাভলু, সোহেল আরমান, রাজু খান, রাসেল আজম’সহ আরও বেশ ক’জন নির্মাতার নাটকে। অন্য বছরের তুলনায় এবারের ঈদে একটি ভিন্ন ঘরানার গল্প এবং চরিত্র নিয়ে হাজির হচ্ছেন শ্যামল মাওলা।
রোকেয়া প্রাচীর নির্দেশনায় আগামী ঈদের জন্য একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন সাবা। নাটকের নাম ‘পলায়ন’। এছাড়া এরই মধ্যে তিনি চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারের নির্দেশনায় ঈদ বিশেষ নাটকের কাজ শেষ করেছেন।
এটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে কলকাতায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন সাবা। একটি হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’ এবং অন্যটি সুদীপ্ত সিংহ রায়ের নাম ঠিক না হওয়া চলচ্চিত্র।
এর আগে সাবা কলকাতায় অয়ন চক্রবর্তীর নির্দেশনায় ‘ষড়রিপু’ চলচ্চিত্রে কাজ করেন। ২০০৬ সালে কবরী’র নির্দেশনায় ‘আয়না’ চলচ্চিত্রে প্রথম কাজ করেন তিনি। এরপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করেন।