বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক সময়ের অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্যসহ হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুব মহিলা লীগ।
ড. হাছন মাহমুদ বলেন, বিএনপি আবারো আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের আপামর জনতার দল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। বিএনপি-জামায়াত দেশে আবারো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করলে আমাদের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
তিনি বলেন, আজকে যখন নিজস্ব টাকায় পদ্মাসেতু হয়ে গেছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তারা দেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছেন। তবে জনগণের প্রতিপক্ষ স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা বদ্ধপরিকর।
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ যুব মহিলা লীগের নেত্রীরা।