দর্পণ ডেস্ক : দিলারা হানিফ পূর্ণিমা নতুন সংসার পেতেছেন। গত মে মাসে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। কয়েকদিন আগেই খবরটি প্রকাশ করেছেন নায়িকা। বিয়ের পরই হানিমুনের প্রশ্ন ওঠে। ভক্তদের মনে প্রশ্ন জাগছিল, পূর্ণিমা তার স্বামী রবিনকে নিয়ে কোথায় হানিমুন করতে যাবেন। অবশেষে জানা গেল, তারা ইতোমধ্যে হানিমুনে চলে গেছেন এবং দু’তিন দিনের মধ্যে দেশেও ফিরে আসবেন।
পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা ও রবিন। গত ২৮ জুলাই ঢাকা থেকে উড়াল দেন তারা। এরইমধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেট ঘোরা সম্পন্ন করেছেন। আরও কয়েকটি স্থান ঘুরেই দেশে ফিরবেন নবদম্পতি। তবে হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করেই রাখছেন পূর্ণিমা ও রবিন। এই সফরের কোনো ছবি বা ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। যার ফলে ভক্তরাও সেটা দেখার সুযোগ পাচ্ছে না। হানিমুনের জন্য থাইল্যান্ডকে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। বিয়ের খবর প্রকাশের পর তিনি জানান, মধুচন্দ্রিমার জন্য তার পছন্দের জায়গা থাইল্যান্ড। তাই সেখানেই ছুটে গেছেন স্বামীকে নিয়ে।
উল্লেখ্য, গত ২৭ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল। সেটাকেই পূর্ণতা দিয়েছেন তারা। রবিনের আগে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে ছিল পূর্ণিমার সংসার। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.