দর্পণ ডেস্ক : টানা ১৭ মাস বন্ধের পর স্বাস্থ্যবিধি মেনে রোববার খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা মহামারীর কারণে দীর্ঘ অচলাবস্থা শেষে দেশজুড়ে সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদান শুরু হওয়ায় প্রাণোচ্ছ্বল শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। অভিবাবকরাও স্বস্তি অনুভব করছেন।
শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন নানা আয়োজনে। যারা নতুন স্কুলে ভর্তি হয়েছে, তারা আজ প্রথম ক্লাস করেছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়। এর আগে ক্লাস শুরু করতে মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আলাদা সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা ও নিয়মের আলোকে শুরু হয় শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণী কার্যক্রমে স্বাগত জানানোর জন্য স্কুল ও কলেজগুলোতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেয়া ছিল। কোনো ধরনের জমায়েত বা অ্যাসেম্বলি না করা এমনকি পড়াশোনায় চাপ না দেয়ার কথাও বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে কোনো ধরনের মূল্যায়ন ও আনুষ্ঠানিক পরীক্ষা না নেয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বা কোনো ধরনের উপসর্গের কারণে যদি শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে না পারে, তাহলে (যথাযথ প্রমাণ সাপেক্ষে) তাদের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে না। সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। আবার মাস্ক পরার কারণে কোনো শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে কিনা, সে বিষয়ে শিক্ষকদের দৃষ্টি রাখতে বলা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.