সন্তানের হাতে স্মার্টফোন নয়, বই তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এ সময় সাবেক সংসদ সদস্য ও কবি কাজী রোজী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কবি আসলাম সানী, ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একুশে গ্রন্থমেলা ক্রমশ বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠেছে, যা আমাদের মানুষের গ্রন্থপ্রীতিরই পরিচয় বহন করে।’
বিডি-প্রতিদিন/মাহবুব