অনলাইন ডেস্ক : আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষা দেওয়ার পর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত না হওয়ায় সেশন জটের আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল করে নাগাদ ফলাফল প্রকাশ করবে তার কোন নির্দেশনা না থাকায় হতাশায় ভুগছেন পরীক্ষার্থী প্রায় ১২ হাজার শিক্ষানবিশ আইনজীবী।

বার কাউন্সিলের প্রকাশিত তালিকা অনুযায়ী ২০১৭ সালের ২১শে জুলাই ৩৪৫০০ শিক্ষার্থী নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশপ্রহণ করেন। এদের মধ্যে এগারো হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। ওই বছরেরই ১৪ই অক্টোবর কৃতকার্যরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবারে লিখিত পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ার কারন জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, সনদ পরীক্ষার খাতা মূল্যায়ন করেন হাইকোর্টের বিচারপতিরা। প্রতিটি খাতা দু’বার করে মূল্যায়ন করতে হয়। এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তবে দ্রুত ফল প্রকাশের জন্য জজ কোর্টের কিছু বিচারক এবার খাতা দেখছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে বলেন, ফল প্রকাশে এত সময় মোটেও যুক্তিসঙ্গত নয়। তবে, এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। এর দায়িত্ব মূলতঃ বার কাউন্সিল চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির।
বেশ কয়েকজন শিক্ষানবিশ জানিয়েছেন, চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছেন তারা। বার কাউন্সিলের নেতৃবৃন্দ ও বর্তমান প্রেক্ষাপটকে দায়ী করছেন। তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত হওয়ার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান থেকেই সনদ নিতে হয়। হাইকোর্ট এবং জজকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে আলাদাভাবে প্রতিবছর নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে হয়। প্রতি ক্ষেত্রে সাধারনতঃ পরীক্ষার ছয়মাস পর ফলাফল প্রকাশ করে থাকে কৃর্তপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্তির পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারে। এরপর আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সনদপ্রাপ্ত হয়ে বৈধভাবে আত্মনিয়োগ করতে পারেন আইন পেশায়। যদিও এর আগে পর্যন্ত শিক্ষানবিশ হিসেবে কোর্টে পেশায় নিয়োজিত থেকে আইনচর্চা করা যায়, তবে আইনজীবী হিসেবে নিজেকে প্রকাশ ও প্রচার করা যায় না।

এদিকে, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফল ঘোষণার তারিখ না জানালেও আগামি ১৪’মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা মনোনয়নপত্রও দাখিল করেছেন।