দণ্ডিতদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে হাইকোর্টের একক বেঞ্চের আদেশ স্থগিত, আগামিকাল পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানি।

যশোরের ঝিকরগাছা উপজেলার বরখাস্তকৃত চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (০১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

একইসঙ্গে শুনানির জন্য রোববার (০২ ডিসেম্বর) পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

ফলে দণ্ডিতদের ভোটে দাঁড়ানোর পথ বন্ধই থাকলো।