দর্পণ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার জরুরি ভিত্তিতে আহমেদাবাদ গিয়ে তার মা হীরাবেন মোদিকে দেখেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রাত থেকে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কর্ণাটক রাজ্যের মাইসুরুতে একটি গাড়ি দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি এবং পরিবারের অন্য সদস্যদের আহত হওয়ার পরপরই হীরাবেন মোদির হাসপাতালে ভর্তির খবর এলো। মোদির আগে গুজরাটের বিজেপি বিধায়ক দর্শনাবেন ভাঘেলা এবং কৌশিক জৈন হাসপাতালে পৌঁছান। হীরাবেন মোদি এ বছরের জুনে ৯৯ বছর বয়সী হয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউ এন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার। তবে হাসপাতাল অন্য কোনো তথ্য জানায়নি।
প্রধানমন্ত্রী মোদি প্রায়ই তার মায়ের সঙ্গে তার বন্ধনের কথা বলে থাকেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য গুজরাটে থাকাকালীন তিনি তাকে দেখতে গিয়েছিলেন। হীরাবেন মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর আড্ডা ও চা খাওয়ার দৃশ্য তখন সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।
জুন মাসে মায়ের ৯৯তম জন্মদিনেও মোদি তাকে দেখতে গিয়েছিলেন। তার শতবর্ষে প্রবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী ‘মা’ শিরোনামে একটি আবেগঘন ব্লগও লিখেছিলেন।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘একজন মা এবং ছেলের মধ্যে ভালোবাসা চিরন্তন এবং অমূল্য। মোদি, এই কঠিন সময়ে আপনার প্রতি আমার ভালোবাসা এবং সমর্থন রয়েছে। আমি আশা করি আপনার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।’ সূত্র : এনডিটিভি