দর্পণ ডেস্ক : ওড়িশ্যার মানুষকে অপমান করার অভিযোগে ‘বাদশাহ’ খ্যাত এই তারকাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছে ‘কলিঙ্গ সেনা’ নামের একটি সংগঠন।

আগামী সপ্তাহে পুরুষ হকি বিশ্বকাপের প্রচারে ভুবনেশ্বর যাবেন শাহরুখ খান। এই খবর পেয়ে তাকে হুমকি দিয়ে বসল এ সংগঠন।

১৭ বছর আগে নির্মিত বলিউড ছবি ‘অশোকা’য় যেভাবে সেই সময়ের কলিঙ্গকে (বর্তমানে ওড়িশ্যা) দেখানো হয়েছে, তা সেখানকার মানুষের জন্য অপমানজনক।

সংগঠনটির প্রধান হেমন্ত রথ জানান, ভুবনেশ্বরে এলে শাহরুখ খানের মুখে কালি ছিটানো হবে। দেখানো হবে কালো পতাকাও। সংগঠনের অভিযোগ, শাহরুখ ওড়িশ্যা মানুষকে অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে ‘কলিঙ্গ সেনা’র এই বিশেষ কর্মসূচি।