অনলাইন ডেস্ক :
দক্ষিণ কোরিয়া প্রথমে গ্রুপ ‘এফ’ এ মেক্সিকোর কাছে হেরেছে। হেরেছে সুইডেনের কাছেও। অথচ জার্মানি তাদের হারাতে পারলো না। উল্টো ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিলো। অন্যদিকে সুইডেনের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেও শেষ ষোলোয় উঠে গেলে মেক্সিকো। সমান দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো-সুইডেন। কিন্তু গোল ব্যবধানে গ্রুপ সেরা হয়েছে সুইডেন। রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে গেছে মেক্সিকো।
প্রথমার্ধে মেক্সিকো এবং সুইডেনের মধ্যে কোন দল প্রথমার্ধে এগিয়ে ছিল তা বলা মুশকিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে অসহায় বানিয়ে ফেলল সুইডেন। ৫০ থেকে ৭৪ মিনিটের মধ্যে মেক্সিকোর জালে দিয়ে দিল ৩ গোল। প্রথমার্ধে ৬৪ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে মেক্সিকো। আবার আক্রমণ বেশি করেছে সুইডেন। তবে দ্বিতীয়ার্ধের শুরতেই গোল করে এগিয়ে যায় সুইডেন।
চিন্তায় ফেলে দেয় মেক্সিকো-জার্মানিকে। জার্মানির তবুও সুযোগ ছিল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেক্সিকোকে বিদায় করে শেষ ষোলোয় যাওয়ার। কিন্তু ২-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইডেনের বিপক্ষে অবশ্য সমতায় শেষ করতে পারলে লাভ হতো মেক্সিকোর। গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যেত তারা।আর বিস্ময় জাগানিয়া ম্যাচে জার্মানি ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত গোল শূন্য সমতায় ছিল। কিন্তু ৯২ ও ৯৬ মিনিটে দুই গোল খেয়ে যায় তারা।
সুইডেন প্রথমার্ধে মেক্সিকোর গোল মুখে মোট আটটি আক্রমণ করে। মেক্সিকোর আক্রমণ মাত্র ৫টি। ম্যাচের ৩১ মিনিটে ওচোয়া দারুণ এক সেভ করেন। ৩৯ মিনিটে আরেকটি আক্রমণ করে সুইডেন। ১৭ এবং ২২ মিনিটে মেক্সিকো ভালো দুটি সুযোগ তৈরি করে। কিন্তু তা থেকে গোল না হওয়ার গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আগুস্টিনসন গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। ৬২ মিনিটে গ্রান্ট কুইভিস ব্যবধান ২-০ করেন। আর মেক্সিকোর আলভারেজ ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করে সুইডেনের ব্যবধান ৩-০ বানিয়ে দেন।
‘এইচ’ গ্রুপের দুই দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপ থেকে আসা দুই দলের বিপক্ষে। ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়ার। বুধবার রাতে ‘ই’ গ্রুপের চার দল ব্রাজিল-সার্বিয়া ও সুইজারল্যান্ড-কোস্টারিকা রাত ১২টায় মুখোমুখি হবে। কোস্টারিকা এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে।