দর্পণ ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নির্বাচনের মাঠে নামিনি, আগামী ১৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামবো। এখনও ক্রিকেট নিয়ে আছি।
মাশরাফি মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন।
মাশরাফি বলেন, আমাদের সবার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। সেটি প্রকাশ করা উচিত এবং আমি তা প্রকাশ করেছি।
সেটি লুকিয়ে রাখার কিছু নেই।
ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, আমি নড়াইলের উন্নয়ন করতে চাই। নড়াইলে আমার একটা ফাউন্ডেশন আছে সেটা দেখে আমার মনে হয়েছে নড়াইলের আরও উন্নয়নের জন্য আমার রাজনীতিতে আসা উচিত।
মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, যে কাজগুলো করছো সেগুলো আরও বৃহৎ পরিসরে করো। প্রধানমন্ত্রীর এ কথা আমাকে অনুপ্রাণিত করেছে। ১৪ ডিসেম্বরের পর আমি নির্বাচনে মাঠে নামবো।