দর্পণ ডেস্ক : আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। ড. মোমেন জানান, ব্রুনাই সুলতানের সফরে চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে ঢাকা-ব্রুনাই সরাসরি ফ্লাইট, অভিবাসন, জ্বালানি সমঝোতা স্মারকের নবায়নসহ আরও কয়েকটি বিষয় রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ব্রুনাই একটি আমদানিনির্ভর দেশ। অপরদিকে কৃষি খাতে অনেক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সেজন্য হালাল খাদ্যের একটি বাজার হতে পারে ব্রুনাই।