জায়েশ-২৩০০ ফোন

তার ঘরের কোণায় কোণায় ছড়িয়ে আছে মোবাইল ফোন। শোবার ঘর, বসার ঘর এমনকি রান্নাঘরের ড্রয়ারেও দেখা মেলে ফোনের

বর্তমান সময়ে মোবাইল ফোন একটি নিত্যপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। নিছক প্রয়োজনের খাতিরে অনেকে এক বা একাধিক মোবাইল ফোন সঙ্গে রাখেন। কারও সংগ্রহে থাকে বড় দুই-চার-দশটি। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে, ভারতের মুম্বাই শহরের বাসিন্দা জায়েশ কালে’র সংগ্রহে রয়েছে ২,৩৭১টি মোবাইল ফোন।

আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ৫ বছর আগে থেকে মোবাইল ফোন সংগ্রহ ও জমা করতে শুরু করেন জায়েশ। বর্তমানে তার সংগ্রহে থাকা মোবাইল ফোনের বেশিরভাগই নকিয়া কোম্পানির। তার লক্ষ্য সর্বোচ্চ পরিমাণ সচল মোবাইল ফোন সংগ্রহে রেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা।

জায়েশের ঘরের কোণায় কোণায় ছড়িয়ে আছে মোবাইল ফোন। তার শোবার ঘর, বসার ঘর এমনকি রান্নাঘরের ড্রয়ারেও দেখা মেলে ফোনের। বাদ নেই স্ত্রী’র ওয়ারড্রোব কিংবা বিছানাও।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এগুলো আমার সন্তান।”

তার সংগ্রহে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত মোবাইল ফোন।

জায়েশের এই শখের শুরু কলেজ জীবন থেকে। তার প্রথম ফোনটি ছিল নকিয়ার ৩৩১০ মডেলের। সেটির স্থায়ীত্বে মুগ্ধ হয়ে ফোন সংগ্রহ শুরু করেন তিনি।

তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমার বন্ধু আর স্বজনদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে আমি উন্মাদ। কেউবা গর্বিত।”