ভূমি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওএন সিদ্দীকা খানমকে পিএসসির ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী ভূমি মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন।
ওএন সিদ্দীকা খানম, এসএম আরিফ-উর-রহমান, মুনশী শাহাবুদ্দিন আহমেদ ও মো. মাকসুদুর রহমান এবং সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
পিএসসির সচিব আকতারী মমতাজ গত ১৮ অক্টোবর, ভূমি সচিব আব্দুল জলিল ২০ অক্টোবর, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ২৩ অক্টোবর অবসরে গেছেন।
অন্যদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ৩১ অক্টোবর থেকে অবসরে যাবেন।