দর্পণ ডেস্ক :
পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ, অবৈধ চাঁদা আদায় বন্ধ করাসহ ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ইনসুর আলী, আমির হোসেন, মজিবুর রহমান খান, আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ হানিফ আরএ জামান, এনামুল কবীর প্রমুখ।
সমাবেশ শেষে শ্রম অধিদফতরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
দাবি বাস্তবায়ন না হলে ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.