অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফ সাড়ে ৩১ কোটি রুপি ব্যয় করে এক সাথে তিনটি ফ্ল্যাট কিনেছেন।

জানা গেছে, টাইগারে কেনা তিনটি ফ্লাট মুম্বাইয়ের পশ্চিম খার এলাকায় অবস্থিত রুস্তমজি প্যানারোমায় অবস্থিত।

দশম তলায় অবস্থিত ফ্ল্যাটটি ১৫০০ বর্গফুটের। আর ২২ তলায় অবস্থিত ফ্ল্যাট দুটি যথাক্রমে ১৯০০ ও ২১০০ বর্গফুটের। এরমধ্যে একটি ৮ বেডরুমের অ্যাপার্টমেন্টও আছে। কাগজপত্র সহ ফ্ল্যাট তিনটির সর্বমোট মূল্য ৩১.৫০ কোটি রুপি। ডিএনএ।