মেয়েকে হত্যার পর নিজেই লাশ কোলে নিয়ে নিচে নেমে আসেন মা সুফিয়া
মাগুরা শহরের হাজী সাহেব রোডের কলেজপাড়া এলাকায় মাহি নামে ৩ বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা সুফিয়া বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।
রবিবার (৮ মার্চ) শহরের কলেজপাড়া এলাকা থেকে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সাইদুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুর ১টার দিকে নিজেদের কলেজপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় নিজেদের ভাড়া বাসা থেকে মাহির লাশ কোলে নিয়ে নিচে নেমে আসেন সুফিয়া। এ সময় প্রতিবেশীদের নিজের মেয়ের মৃত্যু সংবাদ দিয়েই দৌড়ে আবার উপরে চলে যান তিনি। এক পর্যায়ে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ এসে নিহত শিশু মাহির লাশ উদ্ধার করে এবং সুফিয়া বেগমকে আটক করে থানা হেফাজতে নেয়।
মাগুরা সদর থানার ওসি সাইদুর রহমান এ প্রসঙ্গে ঢাকা ট্রিবিউনকে বলেন, “পুলিশের কাছে অকপটে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত সুফিয়া বেগম। তবে তার কথাবার্তা অনেকটাই অসংলগ্ন ছিল। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।”