অনলাইন ডেস্ক : আগামী ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করার পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। নির্বাচনকালীন সরকার গঠনের দিন থেকে আন্দোলনের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে দলটি। তার আগে এ জনসভার অনুমতিকে রাজনীতির মাঠে অনুশীলন হিসেবে কাজে লাগাতে চাইছে। সে লক্ষ্যে বড় ধরনের শোডাউনের চিন্তা করছে দলটি। জনসভাকে সামনে রেখে শোডাউনের সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান।
গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করার পুলিশের মৌখিক অনুমতি পাওয়া গেছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.