লাইফস্টাইল ডেস্ক :
বিশেষ এক জনকে খুব পছন্দ করেন? কিন্তু বলে উঠতে পারছেন না? আপনার সঙ্গীর কি আপনার প্রতি অনুভূতি একই? বুঝবেন কী ভাবে?
আসুন জেনে নেয় সঙ্গীর ভলোবাসা বুঝবেন যেভাবে।
জোকস
খুব সাধারণ জোকস বলছেন, কিন্তু মুচকি হেসে সায় দিচ্ছে আপনার সঙ্গী।। বুঝতে হবে আপনার প্রতি ইন্টারেস্ট রয়েছে।
অস্থিরতা
আপনার দেখা পেলেই তার মধ্যে সামান্য অস্থিরতা লক্ষ করেছেন কি? কথা বলছে অন্য কারও সঙ্গে, কিন্তু বারবারই চোখ চলে যাচ্ছে আপনার দিকে। তার মানেই ‘ডাল মে কুছ কালা হ্যায়।’
মনোযোগ দিয়ে কথা শোনা
আপনার সঙ্গে কথা বলার সময় বারবার নিজের চুল ঠিক করে নিচ্ছে কি? আপনার কথা কি খুব মনোযোগ দিয়ে শুনছে? এমন কিছু হলে ধরেই নিন আপনাকে খুব একটা অপছন্দ করে না।
মিষ্টি হাসি
আপনার সঙ্গে চোখাচোখি হলেই মিষ্টি একটা হাসি দেয় আপনার সঙ্গী? তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কখনও মনে হয়েছে আপনি ‘হাই’ বললেই সে ‘নার্ভাস’ হয়ে পড়ছে? তা হলে নিশ্চয় কোনও ব্যাপার আছে।
ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি
যদি আপনার প্রতি আগ্রহী হয়, তা হলে দেখবেন আপনি সামনে এলেই নিজের ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করা বন্ধ করে দিয়েছে। আপনার উপস্থিতিতে তার চলন, বলন সবই পাল্টে গিয়েছে। মেজাজী হলেও তার ব্যবহারে অনেক পরিবর্তন লক্ষ করবেন।
বাড়ি পৌঁছে দেয়া
অফিস থেকে বাড়ি ফিরবেন? আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সে নানা বাহানা খুঁজে নেবে। বন্ধুদের সঙ্গে আড্ডায় নানা অছিলায় আপনারই নাম তুলবে। তা হলেই বুঝবেন আপনার প্রতি একটা আলাদা ভাললাগা রয়েছে।
আনন্দবাজার পত্রিকা