দর্পণ ডেস্ক : আট মাস আগেই আলোচিত-সমালোচিত নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর বিবাহবিচ্ছেদ হয়েছে।
শাকিব খান ও বুবলীর ঘনিষ্ঠ একটি সূত্র এই তারকা দম্পতির ডিভোর্সের খবরটি নিশ্চিত করেছেন। তবে তিনি তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
জানা যায়, গত বছর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। সম্প্রতি ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানে একসঙ্গে শুটিংও করেন তারা। তবে এ সময় তারা পরস্পরের সঙ্গে অভিনয় ছাড়া কোনো কথা বলেননি।
কয়েকটি সূত্রে জানা যায়, ‘গলুই’ সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। ‘গলুই’-এর শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।
গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবার পূজার সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.