অনলাইন ডেস্ক : নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। এদিন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে প্রামাণ্যচিত্রটি। নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এ বায়োপিকটি নির্মাণ শুরু করেন।
গত ১৬ আগস্ট চ্যানেল আই ভবনে ২৭ মিনিটের ‘রাজাধিরাজ রাজ্জাক’ সংক্ষিপ্ত রূপে দেখানো হয়। এর পরের দিন বিকাল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হয় প্রামাণ্যচিত্রটি।
শাইখ সিরাজ বলেন, যখন স্কুলে পড়ি, গুলশানে রাজ্জাকের বাড়ি তৈরি হচ্ছিল। বাড়িতে সুইমিং পুল ছিল। সেটা দেখতে গিয়েছিলাম। বড় হয়ে এগুলো মনে করে নস্টালজিক হয়ে পড়ি। মনে হলো, রাজ্জাকের ওপর একটি তথ্যচিত্র বানাই।