হিন্দি ও বাংলা গানের সমান জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হৃদয়ছোঁয়া সুর ও দরদমাখা কণ্ঠে তার গান মানেই হিট। তাইতো ফোর্বস’র প্রভাবশালী সেলিব্রিটির তালিকায় ২৬ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এবার মুম্বাইয়ে চারটি ফ্ল্যাট কিনলেন বলিউডের অন্যতম ধনী এই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, জনপ্রিয় এ গায়ক মুম্বাইয়ে একই ভবনের ৪টি ফ্ল্যাট কিনেছেন। একই কমপ্লেক্সের একই ভবনের ওই ৪টি ফ্ল্যাটের দাম ৯ কোটি রুপি।
জানা গেছে, অরিজিৎ ৩২ স্কয়ার মিটারের একটি ফ্ল্যাট ১ কোটি ৮০ লাখ রুপি, ৭০ স্কয়ার মিটারের আরেকটি ২ কোটি ২০ লাখ রুপি, ৮০ স্কয়ার মিটারের আরেকটি ২ কোটি ৬০ লাখ রুপি এবং ৭০ স্কয়ার মিটারের আরও একটি ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৫০ লাখ রুপি দিয়ে।
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, অরিজিৎ সিংয়ের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৭১ কোটি ৯৫ লাখ রুপি। বলিউডে পা রাখার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৮টি হিন্দি সিনেমায় গান গেয়েছেন তিনি। দেশে-বিদেশে নিয়মিত কনসার্টে গান পরিবেশন করে দর্শকদের মাত করেন প্রায়ই। বাংলা গানেও তিনি দারুণভাবে জনপ্রিয়।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমকেআর