দর্পণ ডেস্ক : স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম পর আবার লিগ শিরোপা শোকেসে তুলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। চ্যাম্পিয়ন হয়ে রিয়াল কতো টাকা পেতে যাচ্ছে?
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পাবে ৬৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৬১০ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা। রানার্স-আপ বার্সেলোনা পাবে ৬০ মিলিয়ন ইউরো তথা ৫৮১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পাবে ৫২ মিলিয়ন ইউরো।
লা লিগার শীর্ষ ১০ দলের প্রাইজমানি :
পয়েন্ট টেবিলে অবস্থান ক্লাবের নাম ও প্রাইজমানি (মি. ইউরো)
রিয়াল মাদ্রিদ ৬৮, বার্সেলোনা ৬০, অ্যাটলেটিকো মাদ্রিদ ৫২, সেভিয়া ৪৪, ভিয়ারিয়াল ৩৬, রিয়াল সোসিয়েদাদ ২৮, গেটাফে ২০, ভ্যালেন্সিয়া ১৪, গ্রানাডা ১২, অ্যাথলেটিক বিলবাও ১১। তথ্যসূত্র : স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ‘মার্কা’